ফিল্মি কায়দায় ওমর সানীর বাসায় ডাকাতি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর বাসায় ফিল্মি কায়দায় ডাকাতি ঘটেছে! বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের বাড়িতে তাঁর অনুপস্থিতির সুযোগে ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাসায় ফিরে সানী টের পান কিছু অস্বাভাবিকতা। মূল দরজা দিয়ে ঢুকে দেখেন, বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক চেষ্টার পর, বিকল্প পথে ঘরে ঢুকে তিনি দেখতে পান, বেডরুমে ভাঙা গ্লাস, এলোমেলো জিনিসপত্র এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল তার মেয়ের ছোটবেলার উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকার, একটি আইফোন এবং একটি দুই কোটি টাকার প্রতারণা মামলার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে চমকপ্রদ বিষয় হলো, দামি ল্যাপটপটি অক্ষত ছিল। সানী মনে করেন, ডাকাতদের আসল লক্ষ্য ছিল মামলার ডকুমেন্ট চুরি করা।
চুরি হওয়া ডকুমেন্টটি তার ছেলে ফারদিন এহসান স্বাধীনকে কেন্দ্র করে একটি প্রতারণা মামলার। ফারদিন ২০২২ সালে একটি বিট কয়েন ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ২ কোটি ৫ লাখ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনা নিয়ে আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন।
ওমর সানী বলেন, যা ঘটেছে, তা শুধু সিনেমায় দেখা যায়। আমার মনে হচ্ছে আমাকে অযথা হয়রানি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে আমি দমে যাওয়ার মানুষ নই। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি এবং মামলার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।