মুক্তির ৫ দিনেই ৩৮১ কোটি টাকা আয় করল ‘দেবারা’
দেবারা সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
মুক্তি পেতে দেরি সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সিনেমা ‘দেবারা: পার্ট ওয়ান’। মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করে নেয় সিনেমাটি। গত শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে প্রত্যাশিত ছবিটি।
বিশাল বাজেটে নির্মিত হয়েছে দক্ষিণী এই সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘দেবারা’ সিনেমা মুক্তির ৫ দিনে শুধু ভারতে আয় করেছে ২০৫.১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৬২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৬৭.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৮১ কোটি টাকার বেশি।
‘দেবারা’ সিনেমা নির্মাণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। সিনেমাটির ভিএফএক্সের জন্য অনেক ব্যয় হয়েছে। এর আগে নিউজ১৮ জানায়, ‘দেবারা’ সিনেমার ভিএফএক্স-এর জন্য ১৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার বেশি) ব্যয় করা হবে। বিশাল বাজেটের ৩৩ শতাংশ এ বাবদ ব্যয় করছেন নির্মাতারা। যদিও এ বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা কিংবা প্রযোজক।
এদিকে বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘দেবারা’ নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি আয় করেছে ১৮৪ কোটি রুপি।
উল্লেখ্য, ‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।