সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বসন্তের আগেই স্তব্ধ কোকিল

ছবি- আনন্দবাজার পত্রিকা

বাবা ডাকতেন লক্ষ্মী বলেই। অর্থের তাগিদেই ১৩ বছর বয়সে মেকাপ, জমকালো আলো, লোকজন, গ্লামারের প্যাঁচে পড়তে হয়েছিল তাকে। অভিনয় করতে হয়েছিল সিনেমায়। কিন্তু ঝলমলে জগতের কৃত্রিম আলো সহ্য করতে পারেননি তিনি। কী করেই বা পারবেন! তিনি নিজেই তো আলো। যদিও তখন তিনি জানতেন না, তার আলোতেই একদিন আলোকিত হবে উপমহাদেশের সংগীত জগত। কণ্ঠে ভর করেছিলেন সরস্বতী। মন-প্রাণ ঢেলে দিলেন সুরসমুদ্রে। হয়ে উঠলেন উপমহাদেশের কোকিল। খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন বিশ্ব দরবারে। তিনি লতা মঙ্গেশকর।

সংগীতপ্রেমীরা ভালোবেসে কোকিলকণ্ঠী নামে ডাকতেন। বসন্তের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই তিনি চলে গেলেন অন্য জগতে। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এ সংগীত কিংবদন্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুর সম্রাজ্ঞী, কোকিল কণ্ঠী, বিখ্যাত সংগীত শিল্পী, সংগীতের কিংবদন্তী- কোনো বিশেষণেই যেন সম্পূর্ণ প্রকাশ পায় না তার পুরোটা। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকরই।

ভারতীয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একবার বলেছিলেন, ‘মাইকেল অ্যাঞ্জেলো মানেই যেমন চিত্রকলা, শেক্সপিয়ার মানেই যেমন ইংরেজি সাহিত্য, তেমনই ভারতীয় সিনেমার গান মানেই লতা মঙ্গেশকর।’

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে এক মরাঠি পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। মাত্র নয় বছর বয়সে বাবার সঙ্গে প্রথম মঞ্চে উঠেছিলেন তিনি। বাবার কাছেই শুরু অভিনয় ও গান শেখা। কিন্তু ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর তাকেই ধরতে হয়েছিল পরিবারের হাল।

এ কিংবদন্তীকে বই প্রকাশ করেছেন ভারতীয় লেখক যতীন মিশ্র। তার বই ‘লতা সুর গাথা’তে লতা মঙ্গেশকর বলেছেন, ‘প্রায়ই রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি, আর ভীষণ খিদে পেত আমার। তখন রেকর্ডিং স্টুডিওতে ক্যান্টিন থাকত। নানা রকম খাবার পাওয়া যেত কি না, সে বিষয়ে আমার মনে নেই। তবে চা-বিস্কুট খুঁজে পাওয়া যেত তা বেশ মনে আছে। সারা দিনে এক কাপ চা আর দু-চারটে বিস্কুট খেয়েই কেটে যেত। এমনও দিন গেছে, যে দিন শুধু জল খেয়ে সারাদিন রেকর্ডিং করছি, কাজের ফাঁকে মনেই আসেনি যে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি। সারাক্ষণ মাথায় এটাই ঘুরত— যে ভাবে হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে।’

১৯৪২ সালে মারাঠি গান গেয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এ সুর সম্রাজ্ঞী। এরপর ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। বসন্ত জোগলেকরের ‘আপ কি সেবা মে’ ছবিতে তিনি ‘পা লাগু কার জোরি’ গানটি গেয়েছিলেন। দুই বছর পর সুরকার গুলাম হায়দারের সহযোগিতায় গান ‘মজবুর’ ছবিতে ‘দিল মেরা তোরা’ গানটি। এরপর লতাকে আর পেছনে তাকাতে হয়নি।

তবে পরের পথটি সোজাও ছিল না। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই এগোতে হয়েছে তাকে। ‘বড্ড সরু গলা’ বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন মুম্বাইয়ের বাঙালি প্রযোজক শশধর মুখোপাধ্যায়। উর্দু সিনেমায় গান গাওয়ার পর দিলীপ কুমার আপত্তি তুলেছিলেন উর্দু উচ্চারণ নিয়ে। এরপর উচ্চারণ ঠিক করতে উর্দুর শিক্ষক রেখেছিলেন লতা।

ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি গেয়েছেন বিদেশি ভাষার গানও। ৩০ হাজারেরও বেশি গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়েয়েছেন সংগীতের এ কিংবদন্তী। ১৯৭১ সালের মধ্যেই লতা রেকর্ড করে ফেলেছিলেন প্রায় ২৫ হাজার গান!

পুরস্কারের ঝুড়িও বেশ ভারী। শ্রেষ্ঠ প্লে-ব্যাক শিল্পীর পুরস্কার পেয়েছেন ২৩ বার। পেয়েছেন মধ্যপ্রদেশ সরকারের তানসেন পুরস্কার,  ভারত সরকারের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে পুরস্কার' ও 'পদ্মভূষণ'। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার 'ভারতরত্ন'! এর বাইরে রয়েছে দেশ-বিদেশের অগণিত ভক্তদের ভালোবাসা। এ ছাড়া পুরস্কারের ক্ষেত্রে ছাড়িয়েছেন দেশের গণ্ডি। পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান অফিসার দে লা লিজিয়ঁ দ্য ’নর।

সংগীত পরিচালনার জন্যও পেয়েছেন পুরস্কার। মারাঠি চলচ্চিত্রে ‘আনন্দ ঘন’ ছদ্মনামে গানের পরিচালনাও করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পরই রহস্য ভেদ হয় মারাঠি চলচ্চিত্রের সংগীত পরিচালক আনন্দ ঘন-র।

ভারতের আরেক সংগীত কিংবদন্তী মান্না দে বলেছিলেন, ‘যে যত ভালো গানই গাক। লতা মঙ্গেশকরের কণ্ঠে ঈশ্বর বাস করেন। ওর মতো কেউ গাইতে পারবে না।’ এভাবেই তিনি বেঁচে থাকবেন ভক্ত-শ্রোতার হৃদয়ে। যার কণ্ঠে ঈশ্বরের বাসা তিনিই তো পারবেন মানুষকে প্রভাবিত করতে, উজ্জীবিত করতে, মানুষের হৃদয়ে বাসা বাঁধতে। 

১৯৬৩ সালে ভারত ও চীনের যুদ্ধে ভারতীয় সেনাদের উজ্জীবিত করেছেন লতা গেয়েছিলেন ‘ইয়ে মেরে ওয়াতান কি লোগো’ গানটি।  তার একই গান ব্যবহার করা হয়েছিল কার্গিলের যুদ্ধেও।

মৃত্যু সইতে পারতেন না তিনি। তাই চিকিৎসকের কড়া নির্দেশ ছিল কোনো মৃতদেহের সামনে যেন তিনি না যান। অবশেষে মৃত্যু পৌঁছে গেল তার-ই দুয়ারে। পাড়ি দিলেন অন্য সুরের জগতে। অগণিত ভক্ত-শ্রোতার কণ্ঠে-কানে-মনে রেখে গেলেন নিজের অবিনশ্বর সুর। শেষ হলো সংগীতের শুধু একটি নয়, কয়েকটি অধ্যায়ের।

লতা মঙ্গেশকরের প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রোববার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

এসএন

 

Header Ad
Header Ad

বাংলাদেশে রফতানি বন্ধ: ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা

ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম।

কৃষকরা অভিযোগ করছেন, রফতানির সুযোগ বন্ধ করে তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নেই। এখন এই পেঁয়াজ শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে!

এই সংকটকে কেন্দ্র করে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ময়ূখ সংকট আরও জটিল করে তুলেছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি, বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না। অথচ ময়ূখ বলছে, তারা নাকি আমাদের পেঁয়াজ অপমান করেছে! এই বিভ্রান্তি ছড়ানোর জন্য তিনিই দায়ী।

শুধু তাই নয় রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন কৃষকরা। তাদের হুঁশিয়ারি, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে।

পেঁয়াজ ও আলুর দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তুঙ্গে। রাস্তায় ফসল ফেলে কৃষকরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে, অথচ বাজারে এই পেঁয়াজই ২০ টাকার নিচে পাওয়া যায় না। আমাদের এই কষ্ট কেউ বুঝতে চায় না।

Header Ad
Header Ad

সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

নতুন এক ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের ইতিহাসে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পা রাখলেন নতুন এক উচ্চতায়!

শুরু হয়েছে প্রথমবারের মতো নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএল ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে জ্যোতি পেয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। ১৫৩ রানে থামলেন তিনি। গড়লেন রেকর্ড।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) জ্যোতির ইনিংসে ছিল ২০টি চার, ২ ছক্কা। মোট ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত। বাংলাদেশ ক্রিকেটে নারীদের প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান এই তারকা ব্যাটার। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা জ্যোতি আজ সোমবার পা রাখেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোরে।

তার ব্যাটেই আজ বড় লিড মধ্যাঞ্চলের। ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ফারজানা হক পিঙ্কি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

এরপর নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে দারুণ শুরু করে মধ্যাঞ্চল। তারপরই জ্যোতির সেঞ্চুরি। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। তবে দিনটা হয়ে থাকল জ্যোতিরই।

বাংলাদেশ পুরুষ ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি তুলে নেন তিনি।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও সিএনজি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বেড়বাড়ী, ৯ টার দিকে সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০টায় কুতুবপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মামুন, মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে জয়েন উদ্দিন (৭০) এবং কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫)

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মামুন ভালুকা থেকে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে বৃদ্ধ জয়েন উদ্দিন নিহত হন। অন্যদিকে, উপজেলার জোড়দীঘি এলাকায় মাছের জন্য বাজারে যাওয়ার পথে সিএনজি চাপায় মাছ ব্যবসায়ী আবু বকর নিহত হন।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে রফতানি বন্ধ: ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা
সাদা পোশাকে সেঞ্চুরিতে জ্যোতির ইতিহাস
টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ব্যবসায়ীসহ ৩ জন নিহত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক চিঠি
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল
পপ তারকা ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ডিপফেক ছবি ভাইরাল
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
দেশে ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার- বিবিএস’র জরিপ
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ভিডিও ভাইরাল
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
গাজায় হাসপাতাল-স্কুল ও ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলা, নিহত ৫০
আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল