শাকিবের উদারতায় মুগ্ধ নিউইয়র্কের দর্শকশ্রোতা
ছবি: সংগ্রহ
সম্প্রতি দেশ-বিদেশের ৫০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্র। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরিফিন শুভ। ঢালিউড কিং শাকিব খান ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন। তারপরও নিউইয়র্কে প্রচারণায় অংশ নিয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি দেখার জন্য দর্শক-শ্রোতাদের অনুরোধ করেছেন। তাঁর এমন উদারতা নিউইয়র্কের দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে, মুগ্ধ করেছে প্রবাসী বাঙালিদের।
শনিবার (৪ ডিসেম্বর) নিউইয়র্কে শো টাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। সেখানে দর্শকদের উদ্দেশে শাকিব বলেন, ‘নিউইয়র্কে এখন অনেক ছবি মুক্তি পাচ্ছে। ছবি রিলিজ হলে দেখছেন তো সবাই?’ দর্শকরা সায় দিলে তিনি বলেন, ‘দ্যাটস গ্রেট।’
শাকিব খান আরও বলেন, ‘সম্প্রতি একটা সিনেমা রিলিজ হয়েছে। মিশন এক্সট্রিম। সবাইকে সেই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আমি সবসময়ই চাই, বাংলাদেশের সিনেমাকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে দিতে।’
যুক্তরাষ্ট্রে বায়েস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায় ৩ ডিসেম্বর। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত শুক্র, শনি ও রোববার প্রতিদিন চারটি এবং সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনটি শো চলবে। এছাড়া নিউইয়র্কের আরও দুটি স্থানে চলছে ‘মিশন এক্সট্রিম’। যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের আরও ১৩টি হলে চলবে।
বায়েস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামীদ জানান, প্রথম দিন থেকেই নিউইয়র্কে সিনেমাটি বেশ ভালো চলছে। দর্শকদের চাহিদা থাকলে হল ও প্রদর্শনীর সংখ্যা বাড়ানো হবে। তিনি নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী দর্শকদের হলে গিয়ে এটি দেখার অনুরোধ জানান।