আবারও আরাভ খানের দোকান উদ্বোধন করতে দুবাইয়ে হিরো আলম
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে পুলিশ হত্যাসহ ১২টি মামলার আসামি দুবাইয়ে বসবাসরত স্বর্ণ ব্যবসায়ি আরাভ খানের একটি দোকান উদ্বোধন করতে গিয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েছিলেন হিরো আলম। দেশে ফিরেই পড়তে হয়েছিলো পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। এবার আবারো আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের জন্য দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম নিজেই।
তিনি জানান, আগামী রোববার দুবাইয়ের সাবকা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আরবাজ সেন্টারে আরাভ খানের মোবাইল শপ ‘আরাভ মোবাইল পয়েন্ট’ উদ্বোধন করা হবে।
এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। কারণ আরাভের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।
সেসময় আরাভ খানের বিষয়ে কিছুই জানতেন না জানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন হিরো আলম। সেইসঙ্গে আরাভকে ধরিয়ে দিতে সাহায্য করবেন কিংবা তাকে খুঁজে বের করার জন্য পুরস্কার দাবি করা হিরো আলম কয়েক মাস পরেই আবারও দুবাইয়ে গেলেন আরাভ খানের শোরুম উদ্বোধনের জন্য।