বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ
ছবি সংগৃহিত
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ। আজ ২ নভেম্বর শাহরুখ খান পা দিতে চলেছেন ৫৮ বছর বয়সে। গত দু’বছর জন্মদিনে তেমন কিছুই করেননি বাদশা। তবে নিয়ম করে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দেখা দিয়েছেন।
প্রিয় ‘বাদশা’র জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত। তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মন্নত’-এর সামনে। বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি তিনি কখনও। এ বারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই।
বলিউড ‘বাদশা’র ৫৮তম জন্মদিনে তাকে দেখা গেছে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার সিগেনেচার পোজে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফুটল বাজিও।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লির এক মুসলিম পরিবারে জন্মেছিলেন বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী ও সর্বাধিক হিট সিনেমার মালিক শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। মা লতিফ ফাতিমা। তারা দুজনেই প্রয়াত।
এ বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। সব মিলিয়ে তাই এবারের জন্মদিনটা আর পাঁচটা জন্মদিনের থেকে যে একটু স্পেশাল হবে, বলাই বাহুল্য। তাই দিনব্যাপী আয়োজনে থাকছে চমকের পর চমক।
নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে অতিথি তালিকা। শাহরুখের জন্মদিন ও ২০২৩-এ তার এই আকাশছোঁয়া সাফল্যের উদ্যাপন করতে এই আয়োজন।
এ বছর নিজের জন্মদিন ভারতীয় সিনেমার তারকাদের নিয়ে উদ্যাপন করতে চান শাহরুখ। তাই আয়োজন করা হয়েছে বিশেষ পার্টির। অতিথি তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকার নাম। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার রিপোর্ট বলছে, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। মুম্বাইয়ের বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি।
দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।
এ বিষয়ে তিনি নিজের ভেরিফায়েড এক্স (আগের টুইটারে)-এ লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন নিছক অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আমাকে আপনাদের বিনোদিত করার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে- অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’