শাহরুখের ‘জওয়ান’ ভারতের সাথে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও
শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। ‘জওয়ান’ সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর ।
চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ বক্স অফিসের সব হিসাব পাল্টে ফেলেছিল। এবার জওয়ানের পালা। ছবিটি মুক্তি পেতে এখনো দেড় সপ্তাহ বাকি। কিন্তু এরই মধ্যে উন্মাদনা যে তুঙ্গে! এখনো ট্রেলার মুক্তি পায়নি ছবির, এদিকে দর্শকরা অ্যাডভান্স বুকিং করার জন্য মুখিয়ে আছে।
কিং খানের ‘জওয়ান’ সিনেমা বাংলাদেশে আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ সিনেমাটি বাংলাদেশের সিনেমা হলে মুক্তির জন্য আবেদন করেছিল।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।
নতুন খবর হলো, বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমাটি। সারা বিশ্বের সঙ্গে একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান ও নির্মাতা অনন্য মামুন।
শাহ আলম কিরণ বলেন, “এটা সত্য। মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’
এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। এছাড়া আরও সিনেমাটিতে অভিনয় করেছেন ক্লাসিক বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। দীপিকাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।