সালমান খানকে হত্যার হুমকি দেওয়া সেই তরুণ গ্রেপ্তার
বলিউড সুপারস্টার সালমান খান। কিছুদিন আগেই তাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। এবার ভাইজানকে হত্যার হুমকি দেওয়া সেই তরুণকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার হওয়া সেই তরুণের বয়স মাত্র ১৬ বছর।
মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এই ভয় দেখিয়েছিল সে। সোমবার মুম্বাই পুলিশের প্রধান কন্ট্রোল রুম তার ফোনটি পেয়েছিল।
এরপর থেকে পুলিশ তদন্ত শুরু করে ও নাম্বার ট্র্যাক করে সেই তরুণের অবস্থান নির্নয় করেন পুলিশ। তারা জানতে পারেন, এই ফোনটি এসেছে থানে জেলার শাহাপুর থেকে। যা মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে।
পুলিশের একটি দল শাহাপুর গিয়ে খুঁজে পেয়েছেন যে, ১৬ বছরের একটি ছেলে এই ভয় দেখিয়ে ফোনটি করেছে এবং সে তা বলেছে।
রাজস্থান থেকে সেখানে আসা এই ছেলেটিকে আটক করা হয়েছে। তাকে মুম্বাইয়ের আজাদ ময়দান পুলিশের কাছে ভবিষ্যতে আইনি কার্যক্রমের জন্য তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এমনটি জানিয়েছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।
গত মাসে মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে। তিনি এর আগেও হত্যার হুমকিতে একটি ই-মেইল পেয়েছিলেন। এরপর তিনি গ্যাংস্টার লরেন্স বিস্ময় ও গোল্ডি ভারারের বিপক্ষে এফআইআর করেছেন। সেটি গত মাসেই পুলিশ রেজিস্টার করেছে। তাদের দুজনের সঙ্গে রোহিত নামে আরেকজন আছেন। তারা সালমানের অফিসে তাকে ভয় দেখিয়ে মেইল করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সালমান খানকে এক্স-প্লাস নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তিনি বুলেট প্রুফ কারে চড়েন এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও ব্যবহার করেন।
পাঞ্জাবের জেলে এখনো বিস্ময় আটক। ভারার গায়ক সিধু মুসওয়ালাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। ২০২২ সালের জুনে সালমানকে হাতে লিখে এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন।
ওএফএস/এএম/