নওয়াজউদ্দিন ও তার স্ত্রীকে আদালতে হাজিরের নির্দেশ
বলিউডের তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়ার বিচ্ছেদ হয়েছে আগেই। তাদের মাঝে এখন দা-কুমড়া সম্পর্ক। চলছে একে অপরকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। এবার নওয়াজউদ্দিন ও তার সাবেক স্ত্রী আলিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্ত্রী আলিয়ার বিপক্ষে করা নওয়াজউদ্দিনের মামলায় বাদী ও বিবাদী দুজনকেই তাদের নাবালক দুই সন্তান নিয়ে আগামী ৩ এপ্রিলের আগে বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।
বিচারপতি রেবন্তি মোহন দেরে ও বিচারপতি শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চ আদালত অভিনেতার পিটিশন ফাইলের হিয়ারিংয়ের পর এই নির্দেশ দিয়েছেন। আদালতে নওয়াজউদ্দিন সিদ্দিকী তার ১২ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে সাবেক স্ত্রীর কাছ থেকে নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
অভিনেতা আদালতে অভিযোগ করেছেন যে, তার স্ত্রী আলিয়া তাকে না জানিয়ে দুবাই থেকে তার ছেলেমেয়েদের ভারতে নিয়ে এসেছিলেন এবং এর ফলে তাদের পড়ালেখার ক্ষতি হয়েছে। তাদের দুজনকে সন্তানসহ আদালতের চেম্বারে ইন-ক্যামেরা হিয়ারিংয়ের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
আদালত বলেছেন, ‘আমরা ছেলে, মেয়েদের ব্যাপারে উদ্বিগ্ন। আসুন আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমঝোতার দিকে এগিয়ে যাই।’
নওয়াজউদ্দিন সিদ্দিকীর আইনজীবী আদনান শেখ বেঞ্চকে জানিয়েছেন, ‘আমরা প্রস্তাবিত সম্মতিপত্র প্রেরণ করেছি। তবে ৬ দিন হয়ে গেল কোনো উত্তর পাইনি। ভাববেন না, তারা সমঝোতা চায়।’
জয়নাবের পক্ষে অ্যাডভোকেট চৈতন্য পুরনকর যুক্তি দেখিয়েছিলেন, তিনিও এই বিষয়টির নিষ্পত্তি করতে চান।
ওএফএস/