ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করলেন আল্লু অর্জুন
আল্লু অর্জুনের নামটি এখন সবার জানা। তবে জানেন কী, আল্লুর দাদা আল্লু রামালিঙ্গাহ’র নামে ভারত সরকার ডাকটিকিট চালু করেছে? তেলেগু ছবির এই প্রখ্যাত চরিত্রাভিনেতা, কৌতুকাভিনেতা ও প্রযোজক ১৯৯০ সালে ‘পদ্মশ্রী’ অ্যাওয়ার্ডে ভূষিত হন জয় করেছেন।
আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ ভারতীয় তেলেগু সিনেমার একজন বিখ্যাত প্রযোজক, ‘গীতা আর্টস’র মালিক ও ইন্ডিয়ান সুপার লিগের ‘কেরালা ব্লাস্টার্স এফসি’র কর্ণধার। তার ছেলে আল্লু অর্জুন ছয়বারের দক্ষিণের ফিল্মফেয়ার সেরা নায়কের ও তিনবারের নন্দী অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছেন মোটে ৪০-এ। যার জয়যাত্রা শুরু ২০০৩ সালে।
আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমাটি ২০২১ সালে সবাইকে কাঁপিয়ে সর্বকালের সবচেয়ে আয় করা তেলেগু সিনেমা হয়েছে। এনে দিয়েছে চতুর্থ ফিল্মফেয়ারটি। গতকাল এই তারকা অভিনেতা নিজের সিনেমা যাত্রার দুই দশক পূর্তি উৎসব করেছেন। আল্লু অর্জুন আরও জানিয়েছেন, তিনি তার ক্যরিয়ারের জন্য দর্শকদের কাছে ঋণগ্রস্ত থাকতে বাধ্য।
আল্লু অর্জুন পুষ্পা : দ্য রাইজ সিনেমাটির মাধ্যমে ভারতের সোনার ফসল নায়কে পরিণত হয়েছেন। যার প্রথম সিনেমা ছিল ‘গাঙ্গোত্রী’। তিনি তার বিবৃতিতে বলেছেন, ‘আজকে আমি সিনেমা ক্যারিয়ারে ২০টি বছর পূর্ণ করলাম। আমি সবচেয়ে আর্শীবাদপুষ্ট ও ভালোবাসায় সবাধিক বর্ষিত। আমি এই শিল্প থেকে পাওয়া আমার সব মানুষের
কাছে কৃতজ্ঞ। আমি আজকে যা তার কারণ হলো, দর্শকদের ভালোবাসা, তাদের আন্তরিকতা ও ভক্তবাদ।’
আল্লু অর্জুন তার ‘বানি’, ‘আরিয়া’ সিরিজ, ‘পারুগু’ ইত্যাদি সিনেমার জন্য খ্যাত। তিনি আত্মজৈবনিক সিনেমা ‘রুদ্রমাধবী’ করেও প্রচণ্ড জনপ্রিয় হয়েছেন। এখন তিনি পুষ্পা : দ্য রাইজের দ্বিতীয় পার্ট ‘পুষ্পা : দ্য রোল’ করছেন।
ওএফএস/