বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নারী কস্টিউম ডিজাইনারের অস্কার পেলেন কার্টার
বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জয়ের বিরলতম গৌরব অর্জন করেছেন মার্কিন সিনেমার কস্টিউম ডিজাইনার রুথ. ই. কার্টার। এবার তিনি ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ ছবির কস্টিউম বা পোশাক ডিজাইনার হিসেবে আবার অস্কার জয় করেছেন।
অস্কার গ্রহণের ভাষণে রুথ কার্টার বলেছেন, ‘অ্যাকাডেমি তোমার দিকে আমার তোমাকে ধন্যবাদ, সুপারহিরোটিকে স্বীকৃতি দিচ্ছ বলে, যে একটি কালো মহিলা। রবিবার রাতের ভাষণে তিনি আরো বলেছেন, ‘সে দৃঢ়ভাবে সহ্যগুলো করে, সে ভালোবাসাগুলো করে, সে পার হয়ে যায়, সে এই ছবির প্রতিটি নারী, সে হলো আমার মা।’
তিনি অস্কার গ্রহণের সময় দর্শকরা দেখেছেন, তার ছবিটির নায়িকা-অ্যাঞ্জেলা বাসেট, ডানাই গুরেরা ও লিটিশা রাইট রাজকীয় ভবিষ্যমুখী পোশাক পরে এসেছেন যেগুলো তাদের ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ ছবির শক্তিশালী বার্তাগুলোকে প্রকাশ করেছে।
অস্কার ভাষণে রুথ কার্টার জানিয়েছেন, গেল সপ্তাহে তার ১শ ১ বছর বয়সী মা মাবেল কার্টার মারা গিয়েছেন। তিনি বলেছেন, ‘পেরিয়ে যাওয়া এই সপ্তাহে চলে গিয়েছেন। এই ছবিটি আমাকে এই মুহূতটির জন্য প্রস্তুত করেছে। চাঁদউইক, দয়া করে মায়ের দেখাশোনা করো।’ ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’র তারকা চাঁদউইক বোজেম্যান ২৮ আগষ্ট ২০২০ সালে চার বছর খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে লড়ে মারা গিয়েছেন ৪৩ বছর বয়সে।
রুথ কার্টার মঞ্চের পেছনে বলেছেন, “শিল্পের শক্তি কতটা সুন্দর হতে পারে সেটি আছে আমাদের ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ ছবিতে।” আরো জানিয়েছেন, ‘আমার মা চেয়েছিলেন, আমার সর্বোচ্চটি করতে।’
২০১৯ সালে ব্ল্যাক প্যান্থারের প্রথম সিকুয়েল ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির অবিশ্বাস্য পোশাক নকশাবিদ হিসেবে রুথ. ই. কার্টার প্রথম অস্কার জয় করেছেন কোনো কৃষ্ণাঙ্গ নারীর অস্কার জয়ের গৌরব নিয়ে। এর আগে তিনি অস্কারের মনোনয়ন লাভ করেছেন ‘অ্যামিসটাড’ ও ‘ম্যালকম এক্স’ ছবিতে কাজের দৌলতে। তিনি টিনা টার্নারের আত্মজৈবনিক ছবি ‘হোয়াট’স লাভ গট টু উইথ ইট ও ‘সেলমা’ ছবির জন্য খ্যাতিমান।
ওএফএস/এএস