প্রতিবাদে বাজারে গিয়ে ছবি আঁকলেন ভাবনা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অনেক গুণে গুনান্বিত তিনি। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় অভিনয় করছেন তিনি। নৃত্যশিল্পী, লেখিকা ও চিত্রশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন এই তারকা।
দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে লেগেছে আগুণ। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হয়েছে ব্যহত। এতে করে মানুষের কাছে বাজার যেনো একটা আতঙ্কের নাম।
এরই মধ্যে নারী দিবস উপলক্ষে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান দিয়েছে নতুন এক বার্তা ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’।
এই বার্তা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নারী দিবস উপলক্ষে মুঠোফোন প্রতিষ্ঠানের এমন বার্তায় প্রতিবাদ করে একটি বাজারে গিয়ে ছবি আঁকলেন ভাবনা। আর সেই মুহূর্ত ক্যামেরায় বন্দী করে নারী দিবসের অন্যরকম শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।
কয়েকটি ছবি ফেসবুকে ভাবনা প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন বহুল পরিচিত কথা ‘মাই লাইফ মাই রুলস’।
এ সম্পকে ভাবনা জানান, মঙ্গলবার (৭ মার্চ) রাতে হাতিরপুল বাজারে ছবিটা এঁকেছেন তিনি।
এএম/এমএমএ/