টেলিভিশনে একুশের আয়োজন
একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন।
একুশ ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সেজেছে বিশেষ আয়োজনে।
দিনব্যাপী সম্প্রচারিত অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘অহংকারের একুশ’, বিশেষ সংগীতানুষ্ঠান ‘বর্ণমালা’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বাংলা ভাষায় বিদেশিদের অংশগ্রহণে বিশেষ আলোচনানুষ্ঠান, নৃত্যনাট্য ‘আমার বর্ণমালা’, আলোচনানুষ্ঠান ‘কথা সাহিত্যে অমর একুশ’ ও একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’।
অনুষ্ঠানের মাঝে মাঝে ফিলার হিসেবে প্রচারিত হবে ভাষার গানের চিত্রায়ণ ও গ্রাফিক্স কোটেশন।
২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’। হাসান রেজাউলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশির, সুবাইদা, আশরাফুল আলমসহ আরও অনেকে।
চ্যানেল আইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশের কবিতা’। দুপুর ১২টা ৩০টায় স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে তারকা কথন। পরিচালনায় অনন্যা রুমা। দুপুর ২টা ৪০ মিনিটে দেখানো হবে বাংলাদেশের ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র ‘ফাগুণ হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্মেও প্রযোজনায় নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি বইমেলা।
রাত ৭টা ৫০মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘অঙ্গীকার’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে দিলারা জামান, সাব্বির অর্নব, জান্নাতুন নুর মুন, আজম খান প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনা ও রাজু আলীমের পরিচালনায় মেট্রোসেম টু দ্য পয়েন্ট। রাত ১১টা ৩০মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির ভাষা’ এবং একই সময়ের মধ্যে প্রচার হবে আরও একটি অনুষ্ঠান ‘ভালোবাসা দিবস ও প্রকৃতি’
মাছরাঙা টেলিভিশনে একুশে ফেব্রুয়ারি রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘অক্ষর স্বাক্ষর’। রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। অভিনয় করেছেন— আবুল হায়াত, মুসাফির সৈয়দ বাচ্চু, মায়মুনা, মিলন ভট্টাচার্য, কচি খন্দকার, শিশুশিল্পী তাজিন, তাশিনসহ আরও অনেকে।
এনটিভিতে মাতৃভাষা দিবসের নাটক ‘গহীনের আলো’ প্রচারিত হবে রাত ৯টা ৩০মিনিটে। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন— আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ।
এএম/আরএ/