আবারও অনিশ্চিত ‘শনিবার বিকেল,’ মুক্তি পাচ্ছে না শুক্রবার
মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। রাজধানীতে হলি আর্টিজানের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে না শুক্রবার (৩ ফেব্রুয়ারি)।
একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ সিনেমা ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘শনিবার বিকেল’। বিষয়টি নিশ্চিত করছেন মোস্তফা সরয়ার ফারুকী।
দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। অবশেষে আপিল করার মাধ্যমে মৌখিকভাবে মুক্তির অনুমতি মিললেও কাগজে কলমে ছাড়পত্র মেলেনি সিনেমাটির ভাগ্যে। তাই আবারও এর মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
এ সম্পর্কে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো চিঠি সেন্সর বোর্ডে আসেনি।
এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, পরমব্রত (কলকাতা) প্রমুখ।
এএম/এমএমএ/