‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে বছরের প্রথম ছবির যাত্রা শুরু
রাজধানীসহ দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। এই সিনেমার মাধ্যমে বছরের প্রথম দেশীয় সিনেমা মুক্তি পেল।
এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস-সহ ঢাকার ১৪টিসহ দেশের মোট ৪৪টি হলে চলছে সিনেমাটি। এটি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
মুক্তির আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের দেখানো হয় সিনেমাটি।
এটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের পর এই পর্বেও অভিনয় করেছেন আরিফিন শুভ, সাদিয়া নাবিলা, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। সিনেমার একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক।
এএম/এসএন