ফারুকীর পর এবার তিশার দাবি

গুলশানের হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা। এর নাম ‘ফারাজ’। আগামী ৩ফেব্রুয়ারি ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।
এদিকে একই ঘটনা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছে সিনেমা ‘শনিবার বিকেল’। গত ৪ বছর ধরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে আটকে আছে।
এজন্য সিনেমাটি মুক্তির দাবিতে বারবার কথা বলেছেন ফারুকীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেক নির্মাতা ও অভিনেতারা। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকী।
এবার সরকারের কাছে সিনেমাটির মুক্তির দাবিতে মুখ খুললেন ফারুকীর সহধর্মীণি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক মাধ্যমে মঙ্গলবার ১০জানুয়ারি একটি পোস্ট করে তিশা লেখেন, ‘ভারতে ফেব্রয়ারির ৩ তারিখে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটা সিনেমা। যেটা হোলি আর্টিজান নিয়ে বানানো। চার বছর আগে একই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা একটা ছবি বানিয়েছি ‘শনিবার বিকেল’ নামে, যেটা আমাদের সেন্সর বোর্ড এখনও আটকে রেখেছে। আমাদের চার বছর পর বানানো ফারাজ আমাদের আগে মানুষ দেখবে কী অবিশ্বাস্য না? সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানাই, ‘ফারাজ’ মুক্তির আগেই আমাদের নিজেদের ছবি ‘শনিবার বিকেলের’ মুক্তি নিশ্চিত করতে হবে।’
‘শনিবার বিকেল’ সিনেমায় তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
এএম/এমএমএ/
