বন্ধ মধুমিতা সিনেমা হল ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলবে

দুই মাস আগে বন্ধ ঘোষণা করা হয় ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। এ সিনেমা হল বন্ধের কারণে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছিল।
এবার শঙ্কা কাটিয়ে আবারও খুলতে যাচ্ছে মধুমিতা। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মাধ্যমেই মধুমিতায় আবারও আলো জ্বলবে। ১৩ জানুয়ারি রাজধানীসহ দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ সম্পর্কে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে সবার মাঝে উন্মাদনা ছিল। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। তাই হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে। আমার মনে হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’ একটি ভালো ছবি। আমার বিশ্বাস সিনেমাটির মাধ্যমে আমরা প্রত্যাশানুযায়ী দর্শক পাব।’
‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। কপ ক্রিয়েশন প্রযোজিত এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।
এএম/এমএমএ/
