এমিনেমের আত্মজৈবনিক সিনেমা নিয়ে টিভি শো করছেন ফিফটি সেন্ট

বিশ্বখ্যাত মাকিন র্যাপার, অভিনেতা ও ব্যবসায়ী ফিফটি সেন্ট বলেছেন, তিনি ও আরেক মার্কিন কিংবদন্তী র্যাপার এমিনেম মিলে একটি টিভি শো তৈরি করছেন। শোটি এমিনেমের প্রথম সিনেমা ও তার আত্মজীবনীমূলক ৮ মাইলসের ভিত্তিতে তৈরি করছেন তারা।
বিগ বয় টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে ফিফটি সেন্ট বলেছেন, “আমি তার ‘৮ মাইলস’ টিভিতে নিয়ে আসতে যাচ্ছি।’
‘মকিংবার্ড’ নামের গানটির জন্য তুমুল বিখ্যাত এমিনেমের এই প্রকল্পে যুক্ত হওয়া নিশ্চিত করে তিনি বলেছেন, ‘আমরা গতির মধ্যে আছি।’
ফিফটি সেন্ট আরও বলেছেন, তারা এই প্রকল্পটি সম্পন্ন করতে এর মধ্যে কিছু অগ্রগতিও করেছেন। এই শোটি বড় হতে যাচ্ছে। আমি কাজ করছি।
তিনি বলেছেন, ‘এই শোটি তার (এমিনেম) খ্যাতিকে আরো বাড়িয়ে তুলবে। আর আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে তারা একে উপলব্ধি করবেন।’
ফিফটি সেন্ট জানিয়েছেন, তিনি সিনেমাটিকে আধুনিকভাবে আবার বলার মাধ্যমে সিনেমায় নিয়ে আসবেন বলে কল্পনা করেছেন।
তিনি উল্লেখ করেছেন, ‘আরো অনেক কাজ করব এবং এই শোতে থাকব। আমাদের কাজগুলো আপনারা সাক্ষাৎকারে ও আরো নানা ধরণের বিষয়ে দেখতে পারবেন। সেগুলোর অনেক কিছুই আপনাদের জানা। এখানে আরও অনেকেই থাকবেন।’
ওএফএস/এএস
