আজীবন সম্মাননায় ভূষিত অপর্ণা সেন
ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন শুক্রবার (৬ জানুয়ারি) ১৫তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধনীতে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
পদকটি গ্রহণের পর বাংলাদেশের কক্সবাজারে জন্ম নেওয়া, ভারতের চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার ও ১৩টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পদক জয়ী প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, এই আজীবন সম্মাননা পুরস্কার একজন সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে তার যাত্রার সমাপ্তি নয়।
কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১৯৬১ সালের সিনেমা ‘তিন কন্যা’র মাধ্যমে অপর্ণা সেনের চলচ্চিত্রে যাত্রা শুরু। দীর্ঘ এই যাত্রায় তিনি ‘আকাশ কুসুম’ (১৯৬৫), ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০), ‘বাক্সো বদল’ (১৯৭০) ‘বসন্ত বিপ্লব’ (১৯৭৩) এবং ‘পিকুর ডায়েরি’ (১৯৮১)’র মতো ছবিতে অনবদ্য অভিনয় করে চিরস্মরণীয় হয়ে আছেন।
অভিনয়ের পাশাপাশি তিনি খ্যাতি লাভ করেছেন একজন পরিচালক হিসেবেও। এই নারী চলচ্চিত্রকারের বিখ্যাত সিনেমাগুলো হলো-‘৩৬ চৌরঙ্গী লেন’ (১৯৮১), ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ (২০০২) এবং ‘দ্যা জাপানিজ ডিরেক্টর’ (২০১০)।
১৫তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধনী এবং অপর্ণা সেনকে আজীবন চলচ্চিত্র সম্মাননা পদক প্রদানের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী লেখক রিকি কেজ, চিত্রনাট্যকার কমলেশ পান্ডে, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক হায়দার হালে।
এই উৎসবে ২শর বেশি প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার অংশগ্রহণ করছেন।
শনিবার (৭ জানুয়ারি) থেকে মূল চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিভিন্ন বিভাগে ৬৩টি দেশের মোট ২শ ৮২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ওএফএস/