কোরিয়ান সিরিজে ফারিণের কণ্ঠ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘আরও এক পৃথিবী’। কলকাতার নির্মাতা অতনু ঘোষ এটি নির্মাণ করেছেন। ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য প্রমুখ।
সিনেমাটি গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে।
এবার ফারিণ জানালেন নতুন খবর। কোরিয়ান একটি সিরিজে পাওয়া যাবে তার কণ্ঠ। সুপারহিট কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’র বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন ফারিণ। সিরিজটিতে কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।
শিগগিরই ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ-এ ‘লিজেন্ড অব দ্য ব্লসি’ সিরিজটি বাংলায় মুক্তি পাবে।
এ সম্পর্কে ফারিণ বলেন, প্রথমবার অন্যের জন্য ডাবিং করলাম। দারুণ অভিজ্ঞতা। আশাকরি দর্শকদের ভালো লাগবে।’
এএম/এসএন