কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবে বচ্চনের মুখে বাকস্বাধীনতার বচন
বিরোধী স্বর সরব হলেই ‘দেশদ্রোহী’ আখ্যা এখন ভারতে আর নতুন নয়। হচ্ছে বারবার। মত প্রকাশের স্বাধীনতা আর নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছে জনমতও। গোটা সময়ে তিনি চুপ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেই অমিতাভ বচ্চনই মুখ খুললেন কলকাতায়। মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, বললেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের মঞ্চে।
বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা শাহরুখ খান, জয়া বচ্চনও। অমিতাভ বচ্চন কলকাতাকে সালাম জানান তার ‘বহুত্ববাদী মন এবং সমতার মর্ম’ বরণের জন্যও।
ভাষণে ভারতীয় সিনেমার ইতিহাস প্রসঙ্গে গুরুত্ব দেন বচ্চন। ফিল্ম সেন্সরশিপের প্রসঙ্গও তোলেন। এই প্রসঙ্গেই তার মন্তব্য, ‘মঞ্চে আসীন আমার সহকর্মীরাও বোধহয় একমত হবেন যে এখনো নাগরিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে।’
বাস্তব হলো, স্বাধীন ভারতে এ সময়ের মতো বারবার বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন খুব বেশি উঠেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বা সরকারের সঙ্গে যদিও বরাবর দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার জন্য পরিচিত অমিতাভ বচ্চন। বাস্তব এটিও যে, সোমবারই এ রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীরা মিছিল বের করছেন আদালতের অনুমতি নিয়ে। অনেকেই মনে করিয়েছেন যে, প্রতিবাদ জানানোর স্বাধীনতা তাদের দিতে নারাজ এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারও।
কয়েকদিন আগে ডিএ’র দাবি জানাতে রাস্তায় নামা সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের প্রসঙ্গও এসেছে। প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ নামিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে পর্যাপ্ত। রয়েছে রাজ্যে সময় পেরিয়ে যাওয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানে ভোট না করার একাধিক ঘটনাও।
এসজি