৭৭-এ পা রাখলেন শত্রুঘ্ন সিনহা
বলিউডের কিংবদন্তি অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৭৭-এ পা রেখেছেন আজ (৯ ডিসেম্বর)। বরেণ্য এই অভিনেতার মেয়ে সোনাক্ষী সিনহাও বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী। বাবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন পাপা। আপনার জন্য সব সময় গর্ব হই এবং আমরা গর্বিত।’
কিংবদন্তি এই অভিনেতার পুরো নামটি তেমন কারোরই জানা নেই। তার পুরো শত্রুঘ্ন প্রাসাদ সিনহা। বিহারের প্রাচীন শহর পাটনাতে তার জন্ম। সেখান থেকেই তিনি লোক ও রাজ্যসভার সদস্য হয়েছেন। তিনি বিদেশ ও বৈদেশিক মন্ত্রণালয়ের পরামর্শক কমিটিতে যোগাযোগ, ভ্রমণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।
ভারতের অন্যতম সুপারস্টার তার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তিনি তৃতীয় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, অটল বিহারি বাজপেয়ী তার প্রধানমন্ত্রী। রাজনীতি করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।
শত্রুঘ্ন সিনহা আত্মজীবনী প্রকাশ করেছেন ইংরেজিতেও, ‘এনিথিং বাট খামোশ’।
পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনিস্টিটিউট থেকে অভিনয়ে ডিপ্লোমা অর্জন করেন শত্রুঘ্ন সিনহা। তিনি এই ইনস্টিটিউটের তিনটি শিক্ষাবৃত্তি প্রদান করেন। ১০০-এর বেশি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শত্রুঘ্ন সিনহা। কালিচরণ, দর্শনা, জানি-দুশমন, খুদগরজ সিনেমার জন্য চিরকাল দর্শকদের মনে থাকবেন তিনি।
অসাধারণ ব্যক্তিত্ব, জাদুকরী অভিনয়, অনিন্দ্য সুন্দর মানুষ, দারুণ বুদ্ধিমত্তা এবং চমৎকার অভিনয় ও সংলাপের জন্য খ্যাতিমান শত্রুঘ্ন সিনহা। চিরকালই ভক্তদের জাদুর মতো টেনেছেন হল ও হলের বাইরে। তার স্ত্রী সাবেক মিস ইন্ডিয়া পুণম সিনহা। তাদের আরও একটি ছেলে ও মেয়ে আছে।
ওএফএস/এসজি