প্রথমবার একসঙ্গে আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী
দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। হাবিবুল ইসলাম পরিচালিত নতুন সিনেমা ‘যাপিত জীবন’-এ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাদের।
খ্যাতিমান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস থেকে সিনেমার চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। গত ২৮ নভেম্বর রাজবাড়ীতে শুরু হয়েছে এই সিনেমার কাজ। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
এ সম্পর্কে রোকেয়া প্রাচী বলেন, দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমার গল্প। আমরা সেটা মাথায় রেখেই অভিনয় করছি। আফজাল ভাই দারুণ অভিনেতা। এই বয়সে এসেও উনার কাছে আমার অনেক শেখার ইচ্ছা। আফজাল ভাইদের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।
‘যাপিত জীবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাবার পরিচালনায় কাজ করলেন তিনি।
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘যাপিত জীবন’। সিনেমার আরও অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুর প্রমুখ।
এএম/এসজি