শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভারতের ২০ শহরে দিলীপ কুমার চলচ্চিত্র উৎসব

‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ)’ শনিবার (২৬ নভেম্বর) ঘোষণা করেছে, ভারতের সিনেমা ইতিহাসের কিংবদন্তী দিলীপ কুমারের শততম জন্মবার্ষিকী একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আয়োজন করা হবে।

উৎসবটির নাম, ‘দিলীপ কুমার: নায়কদের নায়ক’। অয়োজন করা হবে ১০ ও ১১ ডিসেম্বর, ২০২২। ‘এফএইচএফ’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর প্রতিষ্ঠা করেছেন।

তিনি একটি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ‘আমাদের আড়ম্বরপূর্ণ এই আয়োজনের সহযোগী অংশীদার হলো প্রধান মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর সিনেমাস’।

উৎসবে দেখানো হবে সমালোচকদের বিচারেও দিলীপ কুমারের অত্যন্ত জনপ্রিয় সিনেমা-১৯৫২ সালের ‘আন’, ১৯৫৫ সালের ‘দেবদাস’, ১৯৬৭ সালের ‘রাম আউর শ্যাম’ এবং ১৯৮২ সালের শক্তি।

‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ) জানিয়েছে, ভারতের সিনেমার মহা-তারকা দিলীপ কুমারের এই চারটি সিনেমা মোট ২০টি শহরের ৩১টি সিনেমা হলে দেখানো হবে।

দুঙ্গারপুর উল্লেখ করেছেন, ‘এই উৎসব বড় পর্দায় ভারতের সিনেমার ইতিহাসের অন্যতম বড় অভিনেতাকে আবার ফিরিয়ে আনার একটি অসাধারণ সুযোগ তৈরি করবে।’

দিলীপ ৯৮ বছর বয়সে ২০২১ গত বছর ৭ জুলাই মারা গিয়েছেন।

দুঙ্গারপুর জানিয়েছেন, ‘তিনি নায়কদের সত্যিকারের নায়ক। এখনো তিনি এমন একজন অভিনেতা যার মতো সবচেয়ে বড় তারকারা হতে চান। তার জীবনের মাইলস্টোনকে উদযাপন করতে একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে তার ছবিগুলোকে হলগুলোতে ফিরিয়ে আনার বাইরে আর কোনো ভালো উপায় এফএইচএফের আমরা চিন্তা করতে পারি না। এমনকি আজও তার ছবিগুলোর কয়েকটি যেগুলো আজ থেকে প্রায় ৭০ বছর আগে মুক্তি পেয়েছে, দিলীপ কুমারের অসাধারণ পারফরমেন্স, সুশৃংখল পদ্ধতিতে পেশা নির্ভর দক্ষতা এবং তার যোগ্যতায় সময়ের হিসেবের অনেক উর্ধ্বে তুলে দিয়েছে।’

এর আগে অমিতাভ বচ্চনের ৮০ বছর পূর্তিতে তিনি একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন।

দুঙ্গারপুর আরও জানিয়েছেন, তাকে দুঃখিত করেছে যে দিলীপ কুমারের অনেকগুলো সেরা ছবি আছে কম রেজুলেশন ফরমেটে। যেগুলো বড় পর্দায় এখন আর দেখানো সম্ভব নয়।

তিনি বলেছেন, ‘আমার জুতোয় তালি পড়ে গিয়েছে এই ছবিগুলোকে এক করতে। অনেক বড় বাধাগুলোর মোকাবেলা করতে হয়েছে। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, কেন তাদের প্রিয় দিলীপ কুমারের অন্য কয়েকটি সেরা ছবি উৎসবে অর্ন্তভুক্ত হলো না? আমি আরও মনে করি, এই উৎসবের মাধ্যমে ঘুম থেকে জাগানো হবে চলচ্চিত্র পরিচালকদের। তারা বুঝতে পারবেন, সময় দৌড়ে চলে যাচ্ছে এবং অনেক দেরি হয়ে যাবার আগেই তাদের ছবিগুলো সংরক্ষণের দিকে মনোযোগ দিতে হবে।’

দিলীপ কুমারের স্ত্রী ও কিংবদন্তি নায়িকা-অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, তিনি পরমোল্লাসিত যে, এফএইচএফ তার স্বামী ও ভারতের মহানায়ক দিলীপ কুমারের শততম জন্মদিন এই উৎসবের মাধ্যমে উদযাপন করছে।

তিনি আরও বলেন, ‘ভারতের সবচেয়ে মহান অভিনেতার সঙ্গে যোগাযোগের জন্য তারা এর চেয়ে সঠিক আর কোনো শিরোনাম করতে পারত না। আমার খুব পছন্দ হয়েছে-‘দিলীপ কুমার হিরো অব হিরোজ।’ তিনি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা, যখন আমার মোটে ১২। টেকনিকালারে আমি তার প্রথম ছবি দেখলাম ‘আন’।

সায়রা বানু জানিয়েছেন, দিলীপ কুমারকে বড় পর্দায় ফিরিয়ে আনা ও তাকে সেখানে ছবিগুলোর মাধ্যমে দেখা একটি আনন্দের ব্যাপার হবে আমার জন্যও। তিনি জীবনের চেয়ে বড়, যেমন ছিলেন আমার জীবনেও।’

অমিতাভ বচ্চন অনুরোধ করেছেন ভারতের সব চলচ্চিত্রপ্রেমী এবং সমকালীন অভিনেতা-অভিনেত্রীদের-দিলীপ কুমারের সেরা ছবিগুলো হলগুলোতে দেখার অসাধারণ সুযোগগুলো তারা কেউ যেন না হারান। এই কিংবদন্তি অভিনেতা আরও বলেছেন, ‘তার ছবিগুলো হবে অভিনয়ের মাস্টার ক্লাস।’

অমিতাভ বলেন, ‘এমনকি আজও যখন তার ছবি দেখি আমি সব সময় কিছু না কিছু শিখতে পারি। তিনি আমার জীবনের আদর্শ ছিলেন। আমার এখনো সেই অভিনেতার সঙ্গে পরিচিত হবার ইচ্ছে আছে যিনি তার মতো ত্রুটিহীন অভিনয় করতে পারেন। নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ, বুদ্ধিমত্তা এবং অঙ্গীকার দিলীপ কুমারকে মঞ্চকলায় অনন্য আসনে নিয়ে এসেছে।’

‘তার প্রতিটি কথা ছিল কবিতা। যখন পর্দায় আসতেন, তিনি বাদে সবই ঝাঁপসা হয়ে যেত। আমার কেবল একবার এই পর্দাটিকে তার সঙ্গে ভাগ করার সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতা এখনো আমি স্বযত্নে লালন করছি’, বলেছেন তিনি।

তামিল সুপারস্টার ও কিংবদন্তি অভিনেতা কমল হাসান বলেছেন, দিলীপ কুমার ভারতের অভিনেতা-অভিনেত্রীদের তাকে অনুসরণের জন্য একটি আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করেছেন।

কমল হাসান আরও বলেছেন ‘জ্ঞানী, অলংকারপূর্ণ এবং পরমোৎকৃষ্ট ছিলেন তিনি তার পছন্দের ভুবনে। সিনেমা মানুষকে বিশ্বাস করাতে পারে যে, যারা চলে গিয়েছেন, তারা এখনো বেঁচে আছেন। এভাবে আমার কাছে দিলীপ কুমারজি এখনো বেঁচে আছেন বিশ্বের সেরা অভিনেতাদের একজন হিসেবে। ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ) অসাধারণ কৃতিত্বের কাজ করেছে। আমি তাদের কাছে আরো ঋণী যে, তারা আমার সম্পদগুলোকে বাঁচিয়ে রেখেছেন।’

ওএফএস/এমএমএ/

Header Ad
Header Ad

নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের

নিহতদের বিচারের দাবি স্বজনদের। ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উঠে আসে।

সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনরা বলেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না।

তারা বলেন, এই দুই হাজার হত্যাকাণ্ডের বিপরীতে একজন হত্যাকারী পুলিশ কিংবা হেলমেট বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হলেও দুই হাজার জন গ্রেপ্তার হতো। কিন্তু নগণ্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ বলেন, এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।

নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। কিন্তু বিভিন্ন দল নির্বাচন নিয়ে রাজনীতি করছে। অথচ আমাদের সন্তান হত্যার বিচারের কথা কেউ বলছে না।

নিহত সাজ্জাত হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, পুলিশ আমার ছেলেকে আশুলিয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাত মাস হয়ে গেল আমি আমার ছেলের হত্যার বিচার পেলাম না। কান্না করতে করতে এখন চোখের জল শুকিয়ে গেছে। তবুও ছেলে হত্যার বিচার পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম ভুইয়া এবং মো. মীর মোস্তাফিজুর রহমান। নির্বাহী পরিষদ কমিটিতে চেয়ারম্যান হয়েছেন মো. গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান এবং সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ভুইয়া। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে আব্দুল্লাহ আল মারুফ ও জান্নাতুল ফেরদৌস সাফা। সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামাল হাওলাদার ও সহ সাধারণ সম্পাদক সাবিনা আক্তার রিমা।

এছাড়া কোষাধক্ষ্য হয়েছেন জারতাজ পারভীন ও সহকোষাধক্ষ্য আবু হোসেন, জনসংযোগ সম্পাদক শিল্পী আক্তার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক আব্দুল মান্নান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন রাহাত আহম্মেদ খান, ক্রিয়া সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার খান পলাশ এবং সহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আফরুজ সেবন্ধী।

নির্বাহী সদস্য হয়েছেন সামছি আরা জামান, মো. সাইদুল ইসলাম, মো. অব্দুল বাসার অনিক, স্বর্ণা আক্তার, রাজু আহমেদ, শাহিনা বেগম, ফারহানা ইসলাম পপি, খালেদ সাইফুল্লাহ, রাজু আহমেদ, মো. সুমন মিয়া, আহমেদ লামিয়া, পাপিয়া আক্তার শমী এবং এম. এ. মতিন।

Header Ad
Header Ad

চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামান। ছবি: সংগৃহীত

চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় গিয়ে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসার মো. আতিকুজ্জামানকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিট পর তারা থানা ত্যাগ করেন।

এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নম্বর সহ কোন তথ্যই রাখেননি তিনি। যার কারণে মামলা গ্রহণ করতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভুক্তভোগী বাস যাত্রীর মামলা নিতে হয়েছে।

এদিকে, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতেই এএসআই আতিকুজ্জামানকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এএসআই আতিকুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান জানান, শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া
ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
‘আমাদের অনেক বয়স হয়েছে, নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন’
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩
আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি
নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’
মিঠাপুকুরে তোপের মুখে পালিয়ে গেলেন সাব রেজিস্ট্রার
আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই : পপি  
ঝিনাইদহে ৩ জনকে হত্যা, দায় স্বীকার করলো চরমপন্থী সংগঠন