অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ফিরলেন রনি
উপস্থাপক ও অভিনেতা আবু হেনা রনি। অসুস্থতা কাটিয়ে দীর্ঘ ৪৫ দিন পর লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন তিনি। বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে এতদিন চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
দেড় মাসের বিরতি শেষে সোমবার (৩১ অক্টোবর) থেকে বাংলাভিশনে ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে কাজে ফিরেছেন রনি।
দীর্ঘদিন ধরে নিয়মিত এই অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তিনি। তবে অসুস্থতার কারণে এতদিন অনুষ্ঠানটি বন্ধ ছিল। অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি ছিলেন আঁখি আলমগীর ও গোলাম কিবরিয়া তানভীর।
আবু হেনা রনি বলেন, ‘আমি এখনো চিকিৎসাধীন আছি। বাসা থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাই আরও কিছুদিন নিজের মতো করে এবং অবস্থা বুঝে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন রনিসহ আরও পাঁচজন। রনির ফুসফুসের অবস্থা খুবই গুরুতর ছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন তিনি।
এএম/এমএমএ/