ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবন শাহাদাৎ এর ‘নেমপ্লেট’
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ শুরু হতে যাচ্ছে ১৪-২২ জানুয়ারি। এই উৎসবের এবারের স্লোগান ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’।
নরওয়ে, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও বাংলাদেশ হতে জুরি সদস্যবৃন্দের মূল্যায়নে উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ হতে নির্বাচিত হয়েছে জীবন শাহাদাৎ পরিচালিত চলচ্চিত্র ‘নেমপ্লেট’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্র’র তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে গল্পে নির্মাণ হয়েছে এই চলচ্চিত্রটি। একুশ মিনিট দৈর্ঘ্যের গল্পে উঠে আসে একেকটা বাড়ির নামকরণের পেছনের আবেগ, অনুভূতি ও স্মৃতি বিজড়িত প্রাসঙ্গিকতা।
নগরায়নের দাবিতে একেকটি পুরনো বাড়ি ভেঙে নতুন অট্রালিকা গড়ার সঙ্গে হারিয়ে যায় সেইসব পুরনো বাড়ির নাম ও স্মৃতি। এই উপলব্ধি থেকে সৌখিন ফটোগ্রাফার মাহি সিদ্বান্ত নেয় হারিয়ে যেতে বসা এইসব বাড়িগুলোর নামফলক তথা নেমপ্লেটের ছবি পরবর্তী সময়ে প্রজন্মের জন্য ক্যামেরার লেন্সে বন্দী করে সংরক্ষণ করার।
শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহিরা হাসান, শিখা মৌ, তাজুল ইসলাম, সাজু আহমেদসহ আরও অনেকেই।
চলচ্চিত্রে ভয়েস দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা, চলচ্চিত্রটি প্রযোজনা করে ড্রিম মেকিং প্রোডাকশন।
এএম/এমএমএ/