মর্যাদা না পেলে মেডেল আর সম্মাননা দিয়ে কী হবে: জয়া আহসান

এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিয়েছে ২৩ গোল। হজম করে মাত্র এক গোল। এভাবেই দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমা।
ফাইনালে অসাধারণ নৈপুণ্যের কারণে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও পান তিনি রূপনা চাকমার বাড়ি রাঙামাটি জেলায়। সাফ জয়ের পর রূপনা চাকমার একমাত্র ভাঙা বাড়িটি ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়।
রূপনা চাকমার সাফল্য যেমন বাংলাদেশের মানুষদের ছুঁয়ে গেছে তেমনি তার ভাঙা বাড়ির ছবিটি সবার হৃদয়ে দাগ কেটেছে প্রতিটি মানুষের। এমন কষ্ট নাড়া দিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও।
রূপনা চাকমার বাড়ির ছবি ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘বাংলাদেশকে সাফ জেতানো দক্ষিণ এশিয়ার সেরা নারী গোলকিপার রূপনা চাকমার রাঙামাটি জেলায় একমাত্র বাড়িটি! এই অমানবিক বৈষম্য যদি টিকে থাকে তাহলে ভবিষ্যতে এইসব বিজয়ের কোনো মানে থাকবে না। বাংলাদেশের নানা ক্ষেত্রে আদিবাসীদের সামগ্রিক অবদানতো অনেক তাতে পাহাড়ের এই মানুষদের জীবনমানের কি উন্নতি হয়েছে। কতটুকু অধিকার সংরক্ষিত হয়েছে। মানুষের মর্যাদাটই যদি ঠিকমতো না পেল তাহলে মেডেল আর সম্মাননা দিয়ে কী হবে।’
এই সাফল্য ও আবেগ নাড়া দিয়েছে প্রধানমন্ত্রীকেও। তিনি ইতোমধ্যেই রূপনা চাকমাকে পাকা বাড়ি করে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই রাঙামাটির জেলা প্রশাসক রূপনা চাকমার বাড়ি পরিদর্শন করেছেন।
এএম/এমএমএ/
