কৌতুক অভিনেতা রনির অবস্থা উন্নতির দিকে
গাজীপুরে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘দুর্ঘটনায় ২৫ শতাংশ দগ্ধ আবু হেনা রনি ও ১৯ শতাংশ দগ্ধ পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। দুজনই স্ট্যাবল আছেন। তাদের অবস্থা খুব বেশি খারাপ নয়। তবে দগ্ধ রোগী যতদিন পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি না ফিরবেন, ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। সব মিলিয়ে গত কয়েক দিনের চেয়ে আজ সোমবার তারা অনেকটাই ভালো আছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) আমরা মেডিকেল বোর্ড বসে তাদের চিকিৎসার বিষয়ে আলাপ-আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। আজও আমরা বসব।’
গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত হলে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে। পরে তিনি কয়েকবার বেলুন ওড়াতে ব্যর্থ হন। কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রামন্ত্রী পুলিশ লাইনেই মূল মঞ্চে চলে যান।
কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন।
আরএ/