গাজী ভাইয়ের কাছে আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব: কুমার বিশ্বজিত
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর সংবাদে শোকে ভারী হয়ে উঠেছে দেশের সংগীতাঙ্গন। বাংলা গানের এই মহিরুহের মৃত্যুতে শোকে স্তদ্ধ গানের মানুষেরা। গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণ করে বাংলা গানের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিত ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘গীতিকবি আসলে সবাই হয় না। আমাদের যতজন সত্যিকারের গীতিকবি জন্মেছেন তাদের মধ্যে গাজী মাজহারুল আনোয়ার অন্যতম। গীতিকবি উনাকেই পারফেক্টলি বলা যায়।’
তিনি আরও বলেন, ‘উনার সঙ্গে সম্পর্ক আমার ৪০ বছর। আমি উনার লেখা গান তো অনেক গেয়েছি। এ ছাড়া উনার প্রযোজিত ও পরিচালিত ছবিতেও গান গেয়েছি। এই দীর্ঘসময় আমি যা দেখেছি তা হলো- উনার মধ্যে পিতৃত্ববোধ ছিল গভীর। উনি এমন একজন মানুষ, যিনি সামনে এলেই অটোমেটিক অনেক সাহস লাগত। গাজী ভাইয়ের লেখার ব্যাপারে আমার বলার ধৃষ্টতা নেই। আমি শুধু বলব, আমাদের বাংলা গানের ক্ষেত্রে গৌরিপ্রসন্ন মজুমদার যেমন, গাজী ভাই আমাদের দেশে বাংলা গানের ক্ষেত্রে ওই মানেরই একজন ছিলেন। যার লেখার মধ্যে দেশপ্রেম আসছে। যার লেখার মধ্যে প্রেম, বিরহ, প্রকৃতি, আনন্দ-বেদনা, প্রতিবাদ সব বিষয়ই উঠে আসছে। উনি বাংলা গানকে যেভাবে সমৃদ্ধ করেছেন এটা আমাদের জন্য পরম পাওয়া। আমরা তো উনার আত্মার শান্তি কামনা ছাড়া কিছু করতে পারব না।’
কুমার বিশ্বজিত আরও বলেন, ‘এই মানুষগুলো দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। যারা গান লিখে বা লিখছে এই মানুষগুলোর কর্ম করতে গিয়ে জীবনে কত ত্যাগ, কত সংগ্রাম ও কত সংযম করেছে তা বলে বোঝানো যাবে না। তখনকার আমলে গান বাজনার জন্য নিজেকে এমন উৎসর্গ করেছে। উনি ২০ হাজারেরও বেশি গান লিখেছেন। তার মানে উনি জীবনে গান নিয়েই ছিলেন। গাজী ভাইয়ের কাছে আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমাদের বাংলা গানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।’
এএম/এসএন