নতুন সিনেমায় মোশাররফ করিম

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ কোথায় নেই মোশাররফ করিম। সব মাধ্যমেই কাজ করেন করেন তিনি। তার অভিনয়ে বুঁদ হয়ে থাকেন দর্শকরা।
নাটকে বেশি দেখা গেলেও ওয়েব সিরিজ বা সিনেমায় খুব বেশি তার দেখা মেলে না। তবে যেসব ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করেছেন তিনি সবগুলোই আলোচিত হয়েছে দারুণ ভাবে।
এবার নতুন খবর দিলেন মোশাররফ করিম। আবারও নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এ অভিনেতা।
ইতোমধ্যেই কাজের কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাটির নাম ‘বৈদ্য’। এটি পরিচালনা করবেন নিয়ামুল মুক্তা। আগামী নভেম্বর ও ডিসেম্বরে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এর পরিচালক।
নিয়ামুল মুক্তা বলেন, ‘২২ আগস্ট ছিল মোশাররফ করিম ভাইয়ের জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সিনেমার কথা সবাইকে বলে ফেলেছি। আরেকটু সময় যাক, তারপর বিস্তারিত জানাব।’
এএম/এমএমএ/
