কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কৃত বাংলাদেশের সিনেমা
কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। এর নাম ‘সিটি অব লাইট’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাত রাসএল।
ফ্রান্সের কান শহরে আয়োজিত আইএমডিবি কোয়ালিফাইং ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ ‘বেস্ট ইন্ডিপেনডেন্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের এ সিনেমাটি। ২৫ জুলাই ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল’র অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাওয়ার্ড উইনারদের নাম প্রকাশ করা হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর নিশ্চিত করেছেন নির্মাতা শাহাদাত রাসএল। শিগগিরই ঢাকাতে সিনেমাটি প্রিমিয়ার করা হবে বলেও জানান পরিচালক।
কাহাদাত রাসএল বলেন, ‘বাংলাদেশে অনেকে এই ফিল্ম ফ্যাস্টিভ্যালকে ‘কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এর সঙ্গে মিলিয়ে ফেলেন যেটা বিভ্রান্তিকর। কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের সঙ্গে এই ফ্যাস্টিভ্যালের কোনো সম্পর্ক নেই।’
ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এতে অভিনয় করেছেন হাসনাত রিপন, মানিসা অর্চি, নাফিস আহমেদ, ফাতেমা তুজ জোহরা ইভা প্রমুখ।
এএম/