সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মৌকে নিয়ে লোকমান যাচ্ছেন কোরিয়ায় মূকাভিনয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা ও পারফরমেন্সের মাধ্যমে আলো ছড়ানো মূকাভিনেতা মীর লোকমান। তার হাতে ২০১১ সালের ২৭ ফেরুয়ারি জন্ম নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। এখন তাদের ১১ বছর। কর্মগুণে অত্যন্ত পরিচিত সংগঠন। 'না বলা কথাগুলো না বলেই হোক বলা’ অনন্য শ্লোগানে খুব নিবেদিত এই ছেলেটির সংগঠন।
অন্যদের শিখিয়ে রুটি, রুজির ব্যবস্থা করতে লোকমান ২০১৯ সালে তৈরি করেছেন প্রাতিষ্ঠানিকভাবে মূকাভিনয় শেখার জন্য আইএমএম (ইনস্টিটিউট অব মাইম অ্যন্ড মুভমেন্ট)।
তার নেতৃত্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং অনেক জেলায় পরিচিতদের মাধ্যমে মাইমের বহু কর্মশালা ও প্রদর্শনী করেছে ডুমা এবং আইএমএম।
পাশের দেশ ভারত, দূরের দেশ দক্ষিণ কোরিয়া ও এশিয়া-ইউরোপের আর্মেনিয়ায় মূকাভিনয় প্রদর্শনী করেছেন পরিচিতদের মাধ্যমে, কাজের গুণে।
এভাবে ৭শর বেশি মূকাভিনয় করেছেন লোকমান ও তার বন্ধুরা।
মীর লোকমানের বিশ্বাস-“মাইম’ নিছক বিনোদন মাধ্যম নয়। শক্তিশালী প্রাচীন এক শিল্পমাধ্যম। অঙ্গভঙ্গি, অভিব্যক্তি ও চলাফেরার মাধ্যমেই বলা কাহিনী। অত্যন্ত প্রাসঙ্গিক-আজকের দুুনিয়ায়ও অত্যাচারী-শোষকের বিপক্ষে লড়াইয়ের শক্তিশালী হাতিয়ার, সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।’
লোকমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র। ফলে এই শিল্পমাধ্যমে তিনি অত্যন্ত যোগ্য অ্যাকাডেমিক। এর বাদেও লোকমানের প্রতিটি মাইমই গল্পনির্ভর। সবই সমসাময়িক ও প্রাসঙ্গিক। তারা সমাজের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মাইমের নির্বাক ভাষায়।
আইএমএম (ইনস্টিটিউট অব মাইম অ্যন্ড মুভমেন্ট)তে লোকমানের সঙ্গী পরিচালক মৌসুমী মৌ ও মাহবুব আলম।
এ মাসের শেষ তিনটি দিন, ২৯ থেকে ৩১ জুলাই লোকমান ও মৌ থাকবেন দক্ষিণ কোরিয়াতে। তারা খুকখাং-কনে যাবেন। কাউন্টিটির এখন নাম খুকখাং। এখানেই বসবে ‘৩১তম একক অভিনয় উৎসব ২০২২’।
আন্তর্জাতিক উৎসবটিতে নারী ও পুরুষের দল মৌ-লোকমান তিনটি প্রদর্শনীতে করবেন মূকাভিনয়ে।
সেগুলো হলো ভিন্ন ভিন্ন গল্প-‘রং, রক্ত ও একটি চিৎকার’ ‘জীবন : যেখানে যেমন’ ও ‘অস্বীকৃতি’। তিনটি মিলিয়ে আবার একটিই মৌলিক কাহিনী। মোট ৩০ মিনিটের। গল্পনির্ভর নির্বাক নাটকগুলোর আয়োজন হবে দুটি ভিন্ন উৎসব মঞ্চে।
যাচ্ছেন বলে খুব খুশি তরুণ মুকাভিনেতা মীর লোকমান। বলেছেন, ‘আমাদের ছাড়াও ভারত, তুরস্ক, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়ার মাইম শিল্পীরা অংশ নেবেন এই আয়োজনে। আমরা অনেক কিছু শিখতে, জানতে ও কাজে লাগাতে পারবো ভবিষ্যতে।’
পাঁচটি দেশের দারুণ সব মূকাভিনেতা ও দক্ষিণ কোরিয়াসহ নানা দেশের দর্শকদের সামনে নির্বাক লোকমান ও তার বন্ধু মৌ’র ‘রং, রক্ত ও একটি চিৎকার’ হলো, বহু ত্যাগ ও জীবনের বিনিময় এবং মুক্তিযুদ্ধের রক্ত রাঙা পথে পাওয়া আমাদের লাল-সবুজ পতাকা পাওয়ার কাহিনী। লোকমানের মনের মতো করে গড়া গল্প।
‘জীবন : যেখানে যেমন’ এক পথশিশুর জীবন ও বাস্তবতা এবং স্বপ্ন। এমন তো হাজার ঘোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লোকমানের চেনা গল্প ও নির্দেশনা।
‘অস্বীকৃতি’ নারীর প্রতি বর্বরতার করুণ ইতিহাস। নির্দেশক শাহরিয়ার শাওন। তবে তিনি যাচ্ছেন না দক্ষিণ কোরিয়াতে। গুছিয়ে দিয়েছেন সব। অভিনয় করবেন লোকমান। বাকি কাজে মৌ। মূকাভিনয়ের তিনটি প্রদর্শনীরই আবহ গীত, প্রপস, আলোক নির্দেশনা প্রাচ্যনাটের সাবেক ছাত্রী মৌসুমী মৌ’র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশস নামের অত্যন্ত ভালো বিভাগটির সাবেক ছাত্রী। তাদের ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)’র সাবেক ভাইস প্রেসিডেন্ট। প্রথম আলো বন্ধুসভার অন্যতম কর্মী। অভিনেত্রী, মাইম আর্টিস্ট ও উপস্থাপিকা। উপস্থাপনায় নিয়মিত। মাইমে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এই শিল্পী।
লোকমান জানিয়েছেন, ‘আমাদের তিনটি প্রযোজনাই আধুনিক। গল্পগুলো নতুন, চিরকালীনও বটে। আধুনিক প্রপস, সেট ও আলোর ব্যবহার আছে। করেছে মৌ দারুণ। অনেকবারের প্রযোজনাগুলো নতুন দেশের নব মানুষদের সামনে নতুন ভাবে প্রদর্শন করব। মূকাভিনয়ে শিল্পিত অন্য বাংলাদেশকে তুলে ধরব দক্ষিণ কোরিয়াতে।’
ওএস।

Header Ad

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে স্থগিত করা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির ঘোষণা করা হবে।

এছাড়া পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গতকাল রবিবার ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীরা। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad

সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এর জেরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

Header Ad

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই ভোঁ দৌড় দিলেন ভারতীয় তরুণ পেসার হার্ষিত রানা। ততক্ষণে যে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে করে ২৯৫ রানের ঐতিহাসিক এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

এদিকে অসিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ৫৩৪ রান। পাহাড়সম এ রানের পেছনে ছুটতে গিয়ে রোববারই তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সোমবার নবম ওভারেই অসিরা হারায় উসমান খাজাকে। এরপর ট্রাভিড হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন স্মিথ। ৬০ বলে ১৭ রান সিরাজের বলে ফেরেন স্মিথ। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই দুজনকে ফেরায় ভারত। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পন্টের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি। এরপরই জয়ের ক্ষণ গণনা শুরু করে ভারত। স্টার্ক-লায়নকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের ৫৯তম ওভারের ৪র্থ বলে ক্যারিকে বোল্ড করে ফেরান রানা। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

পার্থ টেস্টে ভারতের জয়ের নায়ক অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এ পেসার প্রথম ইনিংসে নেন ৩০ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে পকেটে নেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ডানহাতি পেসার।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা