অন্তর্জালে উন্মুক্ত ‘পাপবাজার’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’। এটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন এবং অনিক কান্তি সরকার। শুক্রবার (২২ জুলাই) অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলভি মামুন, কাজী নওশাবা আহমেদ, কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ, নোমান হোসেন, আফরোজা হোসেন, তাহসিনা ফেরদৌস রিনিয়া প্রমুখ।
নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করে নির্মিত হয়েছে ‘পাপবাজার’। এর টাইটেল সং ‘দুনিয়াটা পাপের বাজার’ লিখেছেন শাহীন রেজা রাসেল। গানে কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস এম নাসির ।
প্রযোজক কাজী রাকীব বলেন, ‘বাংলা চলচ্চিত্র একটি সংকটময় সময় অতিক্রান্ত করছে। অর্থলগ্নীকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। সেখানে পাপবাজার একটি পরীক্ষামূলক কাজ ছিল। শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা দর্শকদের প্রতিক্রিয়া বলে দিচ্ছে। এই পরীক্ষামূলক কাজে সিদ্ধান্ত নিয়েছি যে গল্প, শিল্পী কলাকুশলী সঠিক নির্মাণ হলে আন্তর্জাতিক মানের সিনেমা আমরা বানাতে সক্ষম। তাই আমাদের পরবর্তী লক্ষ্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরই মধ্যে গল্প বাছাই হয়েছে, চলছে চিত্রনাট্যের কাজ।’
এএম/এসজি/