কিন্টা ব্রানসন ও ড্যানিয়েল রেডক্লিফের নতুন ছবি
টেলিভিশন কৌতুকের উদীয়মান রাণী কিন্টা ব্রানসন। বিশ্বখ্যাত অপেরাহ উইনফ্রে’র চরিত্রে তিনি একটি কৌতুকনির্ভর ছবিতে অভিনয় করবেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
কিন্টা ব্রানসন সবচেয়ে বিখ্যাত হয়েছেন ‘অ্যাবট এলিমেন্টারি’র জন্য। সিরিজটি ২০২১ সাল থেকে চলছে এবিসিতে কমেডি হিসেবে। তিনি নির্মাতা, নির্বাহী পরিচালক, লেখিকা ও অভিনয় তারকা।
তিনি সিরিজটির জন্য ৭৪তম প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে মনোনীত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। ইতিহাসে প্রথম হিসেবে লাভ করেছেন সবগুলোই-একটি কমেডি সিরিজ অসাধারণ রচনা, নির্বাহী প্রযোজক হিসেবে নির্মাণ ও প্রধান চরিত্রে অবিশ্বাস্য অভিনয়। ৩২ বছরের এই নারীই সবচেয়ে কম বয়সী কালো অভিনেত্রী হিসেবে অ্যামিগুলো জিতেছেন। এ বছরের টাইম সেরা ১শ প্রভাবশালী বৈশ্বিক তারকার অন্যতম হয়েছেন।
ব্রানসনের অপেরাহ উইফ্রের চরিত্রটিরে ছবিটির নাম ‘উইয়ার্ড : দি অ্যাল ইয়াঙ্কোভিচ স্টোরি’। প্রযোজক টিভি অ্যাপ রোকু চ্যানেল।
ইয়াঙ্কোভিচের নাম ভূমিকায় দেখা যাবে হ্যারি পটার সিরিজের নায়ক ড্যানিয়েল রেডক্লিফকে। তাতে একজন ব্যাঙ্গাত্নক সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। যাকে পর্দায় তুলে আনবেন, তিনি হলেন উইয়ার্ড অ্যাল ইয়াঙ্কোভিচ। তার জীবননির্ভর ছবিটি বানানো হচ্ছে। তিনি তার প্যারোডি ও কমেডিনির্ভর সঙ্গীত জীবনের জন্য খ্যাতিমান। ১৯৭৬ সালে তার প্রথম কমেডি গানটি সম্প্রচারিত হয় রেডিওতে। ২০০৭ সাল পর্যন্ত তার অ্যালবামগুলো ১ কোটি ২০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। ১শর বেশি লাইভ শোতে গান করেছেন। পাঁচটি গ্রামি অ্যাওয়াড জয় করেছেন ও ১১ বার মনোনীত হয়েছেন।
রোকু গতকাল ব্রানসনের উইনফ্রের চরিত্রে অভিনয়ের একটি ছবি প্রকাশ করেছে। তার সঙ্গে রেডক্লিফও আছেন।
ব্রানসন ছবিটিতে অভিনয় করা বিষয়ে টুইটারে লিখেছেন, ‘চলো যাই উইয়ার্ড’।
তার সঙ্গে ছবিতে রেডক্লিফ বাদে আছেন রেইন উইলসেন আছেন। আরো রয়েছেন ড. ডিমেন্টো। একজন নামকরা আমেরিকান রেডিও কর্মী।
ম্যাডোনার চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন ইভান রাচেল উড।
ইয়াঙ্কোভিচের মায়ের চরিত্রে থাকবেন জুলিয়ান নিকলসন।
বহু প্রত্যাশিত ছবিটি বর্ষাকালে মুক্তি দেওয়া হবে।
ওএস।