শ্রীমঙ্গলে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আলম খান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান। শনিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মহাজেরাবাদ এলাকার মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হকের (র.) প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হয়।
আলম খানের ছেলে সংগীত পরিচালক আরমান খান বলেন, 'আম্মাকে ওখানে কবর দেওয়ার পর থেকেই আব্বা বলেছিলেন, তিনি মারা যাওয়ার পর যেন আম্মার কবরের পাশেই কবর দেওয়া হয়। আব্বার ইচ্ছা অনুযায়ী মায়ের পাশেই আব্বাকে কবর দিয়েছি। সবাই আব্বার জন্য দোয়া করবেন। '
শ্রীমঙ্গলে নেওয়ার আগে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে আলম খানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকায়। সেখানে সকাল ৯টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন আলম খান। শুক্রবার সকাল ১১টা ৩২ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক। দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তিনি পপসম্রাটখ্যাত আজম খানের বড় ভাই। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আলম খান ১৯৪৪ সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আলম খান ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন।
এএম/এসজি/