পদ্মাকথন
বোঝাতে পারবো না প্রধানমন্ত্রী কতো বড় উপকার করলেন: অহনা
প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরন হয়েছে। পদ্মা সেতু যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, তেমনি বিশ্বের বুকে অনন্য এক বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাই এই সেতু নিয়ে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও আগ্রহ তুঙ্গে।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিভাবে এই সেতুর উদ্বোধন করবেন। তাই কাঁদা মাটি ও জল ছুঁয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের এই সেতু নিয়ে আবেগ অনুভূতি একটু বেশিই। সেই আবেগের কথা ঢাকাপ্রকাশ-কে জানিয়ে পটুয়াখালীতে জন্ম নেওয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বলেন, 'আমার গ্রামের বাড়ি পটুয়াখালী। তাই পদ্মা পাড়ি দিয়ে গ্রামে যেতে হয়। এ নিয়ে কতো বিড়ম্বনায় পরতে হয়েছে বলে শেষ করা যাবে না। এর মধ্যে তো সময় ব্যবধানও আছে। এখন খুব সহজে সেতু পার হয়ে গ্রামে যেতে পারবো, ভাবতে আনন্দ লাগছে। আমার কাছে বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে।
শুধু গ্রামের বাড়ি যাওয়াই নয়, শুটিংয়ের কাজেও প্রায়ই আমাদের পদ্মার ওপারে যেতে হয়। সেক্ষত্রে শিল্পীদের অনেক সময় নষ্ট হয়। এখন আমাদের সকল কষ্ট ঘুচাবে। আমরা এখন চাইলেই অল্প সময়ে চলে যেতে পারব পদ্মার ওপারে। বিশ্বাস করুন, এখনও আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে। অপেক্ষায় আছি কবে গ্রামে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। আমি বলে বোঝাতে পারবো না, প্রধানমন্ত্রী আমাদের কতো বড় উপকার করলেন।'
এএম/এএজেড