পদ্মাকথন
সামনে এগিয়ে যাওয়ার শক্ত পিলার পদ্মা সেতু : হাসান আবিদুর রেজা জুয়েল
প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরন হয়েছে। পদ্মা সেতু যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, তেমনি বিশ্বের বুকে অনন্য এক বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাই এই সেতু নিয়ে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও আগ্রহ তুঙ্গে।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিভাবে এই সেতুর উদ্বোধন করবেন। তাই কাঁদা মাটি ও জল ছুঁয়ে দক্ষিণ ও দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষদের এই সেতু নিয়ে আবেগ অনুভূতি একটু বেশিই। সেই আবেগের কথা ঢাকাপ্রকাশকে জানিয়েছেন বরিশালে জন্ম নেওয়া দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল।
তিনি বলেন, 'আমাদের যে স্বনির্ভরতা, আমাদের নিজস্ব ক্ষমতা, আমাদের যে অর্জন, আমাদের শক্তি, আমাদের দেশপ্রেম সেটার দুর্দান্ত একটা বহি:প্রকাশ পদ্মা সেতু। সেটার একটা জ্বলন্ত উদাহরণও এই সেতু। আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে আত্মবিশ্বাস দরকার তার একটা শক্ত পিলার হচ্ছে পদ্মা সেতু।'
তিনি আরও বলেন, 'স্বাধীনতার ৫০বছর পরে আমরা নিজস্ব অর্থায়নে আমরা নিজেরাই এতো বড় একটা কাজ করতে পারলাম এটা বহির্বিশ্বের কাছে আমাদের মাথা আরও উঁচু করতে সাহায্য করবে, বুক ফুলিয়ে চলতে সাহায্য করবে, এবং জয় বাংলার যে শক্তি, সেই শক্তিটাকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।'
এএম/এএজেড