প্রকাশিত হলো লাকী আখান্দের অপ্রকাশিত সুর
প্রকাশিত হলো প্রয়াত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দের করা অপ্রকাশিত সুরগুলো। সেই অপ্রকাশিত সুরে করা পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছে একটি গানের অ্যালবাম।
গীতিকবি গোলাম মোর্শেদের কথায় একক এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মেলে দিক পাখনা’।
গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রদীপ ঘোষ, দীপংকর ভাস্কর, বাপী দে, পিটু নন্দী, সুজয় ভট্টাচার্য, বাপ্পা চ্যাটার্জি ও রকেট মণ্ডল। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের প্রযোজনায় গানগুলোর ভিডিও নির্মিত হয়েছে।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনজুরুল ইসলাম। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা-গ্যালারিতে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন লাকী আখান্দের মেয়ে মামিন্তি আখান্দ নূর।
গানগুলোর শিরোনাম–‘এই রাত এমন মধুর’, ‘জোছনায় বেসামাল’, ‘প্রতিচ্ছবি’, ‘আজনবি’ ও ‘হারানো মেঘের সাথে দেখা’।
এএম/