যৌন নির্যাতনের গল্পে আসছে ‘মুনতাসীর’

এশিয়ান ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ (এআইএমসি) তাদের ১০ বছর উদযাপনের অংশ হিসেবে ‘বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রযোজনা’র উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের প্রথম নির্মাণ ওয়েবফিল্ম ‘মুনতাসীর’।
লিঙ্গ বৈষ্যমের বিপরীতে গিয়ে পুরুষ ও ছেলে শিশুর উপর হওয়া যৌন নির্যাতনের গল্প নিয়েই এটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইফ্ফাত জাহান মম। ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’ এ মুক্তি পাবে ১৯ নভেম্বর ‘মেন’স ডে’তে।
এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অশোক বেপারী, এলিনা শাম্মী, ইকবাল হোসেইন, শরীফ সিরাজ, মনোজ প্রামানিক, ফারহানা হামিদ, শাহজাদা সম্রাট চৌধুরী, তৌহিদুল তাইফ, নুসাইফা, হাসিবুল হাসান নিবিরসহ অনেকে।
পরিচালক ইফ্ফাত জাহান মম পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’। তিনি গ্রামীনফোন রিলহান্টের চ্যাম্পিয়ন ছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে পতাকা নিয়ে গল্পে বানিয়েছেন বিজ্ঞাপনও। উইমেন ক্রিকেট নিয়ে বানাচ্ছেন ফিল্ম যার শুটিং শুরু হবে মার্চ থেকে।
এএম/এমএমএ/
