‘অনুভবে অন্তরে’

পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে একা থাকে অহনা। একদিন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে বের হওয়ার সময় তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ দেখে নম্বরটিতে ফোন করার পর ওপাশ থেকে সরি বলা হয়।
এরপর থেকে মাঝে মাঝেই ওই নাম্বার থেকে মেসেজ আসে। অহনা ফোন করে বিরক্তি প্রকাশ করার পরও একই ঘটনা ঘটতে থাকে প্রতিদিন। শুধু মেসেজ না, ফোনও করে তাকে। কে তার সঙ্গে এমন করছে জানার জন্য অহনা কথা বলে।
কিন্তু ওপাশের মানুষটিকে আবিষ্কার করতে পারে না। নানা যুক্তি তর্কে ওপাশের পুরুষটির সঙ্গে পেরে ওঠে না অহনা। এক পর্যায়ে নিজেকে সমর্পণ করে। রহস্যময় কন্ঠটি শোনার জন্য নিয়মিত অপেক্ষা করে। এভাবেই এগিয়ে যায় ‘অনুভবে অন্তরে’ নাটকের গল্প।
মুন্না রহমানের রচনা ও হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মনির খান শিমুল, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ১০টা ৩০মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
এএম/এমএমএ/
