সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু ও নিপুণ
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন দেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতায় লড়েছেন বেশ কয়েকজন। নির্বাচনে বিনোদন জগতের অনেকেই আ. লীগের মনোনয়ন প্রত্যাশী থাকলেও নতুনদের মধ্যে পেয়েছিলেন শুধু চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এবার আবারও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুন সহ আরো অনেকে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মনোনয়ন ফরম সংগ্রহের পর সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।
এর আগে অপু বিশ্বাস বলেছিলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’
এদিকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণও। আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
তবে অপু, নিপুনের আগে মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী শাহনূর ও সোহানা সাবা। অভিনেত্রী সোহানা সাবা ঢাকা বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে মনোনয়ন বিক্রির ১ম ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বেলা সোয়া এগারোটার টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।