মুক্তিযুদ্ধের দুই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার
অগ্নিঝরা মার্চে ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই মার্চের প্রথম সপ্তাহেই শুক্রবার (৩ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত আলোচিত দুই সিনেমা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ ও ফাখরুল আরেফিন খানের পরিচালনায় ‘জে কে ১৯৭১’।
সাত মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা ৭ জন’। এতে সাত যোদ্ধার চরিত্রের অভিনয় করেছেন সাইফ খান, শাহরিয়ার ফেরদৌস সজীব, ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য। চিকিৎসক অপর্ণা সেন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
‘ওরা ৭ জন’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ সব নিজেই করেছেন। রাজধানীসহ দেশের ২৬ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এ ছাড়া, ৭টি প্রেক্ষাগৃহে মক্তি পাচ্ছে ফাখরুল আরেফিন খানের পরিচালনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জে কে ১৯৭১’। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। শুটিং হয় কলকাতায়। বিমানবন্দরের সেট ফেলে টানা ১৫ দিন শুট করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসী যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে সিনোমটি।
এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ।
এ ছাড়া, আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল, বাংলাদেশের মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।
এএম/এমএমএ/