‘খায়রুন সুন্দরী’র খল অভিনেতা মুকুল তালুকদার আর নেই
ঢাকাই সিনেমার ব্যবসা সফল সিনেমা ‘খায়রুন সুন্দরী’। এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করা মুকুল তালুকদার মারা গেছেন। রবিবার (২০ নভেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাড়িতে মারা যান তিনি।
অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছে, রবিবার ভোরে হাঁটা শেষে বাসায় ফেরেন এ অভিনেতা। এ সময় বাসায় কোনও লোকজন ছিলো না। কিছুক্ষণ পর খোলা দরজা দিয়ে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে মেঝেতে অচেতন অবস্থা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
‘খায়রুন সুন্দরী’র মাধ্যমেই সিনেমায় পা রাখেন মুকুল তালুকদার। এরপর প্রায় ২০টির মতো সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন।
এ ছাড়া, তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল তালুকদার ঝিনাইগাতি আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষকতাও করেছেন।
এএম/এমএমএ/