‘ওয়ার্ল্ড চেঞ্জমেকার-২০২২’ পুরস্কার পেলেন নিজাম উদ্দিন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক চলচ্চিত্র নির্মাণ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে নানাবিধ কর্মকাণ্ডে অবদান রাখায় ‘ওয়ার্ল্ড চেঞ্জমেকার-২০২২’ পুরস্কার পেলেন নিজাম উদ্দিন।
ভারত সরকার অনুমোদিত সংগঠন কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ূথ ফাউন্ডেশন কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয়। এই বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা নিজাম উদ্দিন নিজেই।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ‘কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ূথ ফাউন্ডেশন, ভুবনেশ্বর, উড়িষ্যা, ভারত’ কর্তৃপক্ষকে। যারা আমার মত এমন ক্ষুদ্র একজন মানুষ ও বাংলাদেশকে সন্মানিত করেছেন।’
উল্লেখ্য, ২০১৮ সালে আইইউএস সংস্থা কর্তৃক আন্তর্জাতিক যুব সম্মেলন, নেপাল থেকে প্রতিবন্ধী, নারী ও শিশু অধিকার আদায় বিষয়ে চলচ্চিত্র নির্মাণে অবদান রাখায় নেপাল থেকে ‘ইয়ূথ চেঞ্জমেকার’ পুরষ্কার প্রদান করা হয়।
এএম/এমএমএ/
