অবশেষে মুক্তি পাচ্ছে ‘হডসনের বন্দুক’
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘হডসনের বন্দুক’। সিনেমা নির্মাণের জন্য সরকারের কাছে অনুদান পেয়েছিল ২০১২-১৩ অর্থবছরে। এরপর নানান জটিলতায় সিনেমাটির কাজ আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
প্রশান্ত অধিকারী পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২ ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি। চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত সিনেমাতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। যা পর্যায়ক্রমে রিলিজ হবে।
ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলং ও দেশের বিভিন্ন স্থানে সিনেমার শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মৌসুমি হামিদ, মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম, মহসিন, কাজী উজ্জল, অর্নব অন্তু প্রমুখ।
নির্মাতা প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক’ আমার দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’
এএম/এমএমএ/