সোহেল রানাকে ভুল চিকিৎসার অভিযোগ
বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে আছেন স্ত্রী ও পুত্র মাশরুর পারভেজ।
চোখের ছানি চিকিৎসার জন্য সোহেল রানা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে একটি অপারেশনও হয়েছে তার। সেটি সফল হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো নেই তিনি। তাই আপাতত বিমানে ভ্রমণ করে দেশে ফিরতে পারছেন না এই খ্যাতিমান অভিনেতা।
এই অভিনেতাকে দেশে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। ফেসবুকে এক ভিডিও পোস্ট করে মাশরুর অভিযোগ করেছেন, তার বাবা দেশে ভুল চিকিৎসার শিকার হয়েছেন।
ভিডিওতে তিনি বলেন, ‘সোমবার দুপুরের দিকে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবা এখন সুস্থ হয়ে উঠছেন। তবে এই জার্নিটা ছিল দুঃস্বপ্নের মতো। বাবার চোখে ছানি সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশের এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। বিষয়টা তারা ধামাচাপা দিতে চেয়েছিলেন। আমার কাছে সব রিপোর্ট রয়েছে। সেটা দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছেন।’
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন সোহেল রানার ছেলে। তিনি বলেন, ‘আমি এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়াই করা মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আমি সেরা আইনজীবীর কাছে যাব। এটা জেতার বিষয় নয়, আমি চাই মানুষ বিষয়টা জানুক। আমি টাকা ফেরতও চাই না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন তারা শাস্তি পায়।’
এএম/এসজি