মুক্তি পাচ্ছে চট্টগ্রামের ভাষার সিনেমা
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এর আগে অনেক গান ও নাটক নির্মিত হয়েছে। তবে প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নাম ‘মেইড ইন চিটাগং’। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি।
সিনেমাটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ আরও অনেকে।
এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার বড় পর্দায় হাজির হবেন জনপ্রিয় সংগীত তারকা পার্থ বড়ুয়া। এর আগে তাকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমাতে দেখা গিয়েছিল।
‘মেইড ইন চিটাগং’ নামে নাটকও নির্মাণ করেছিলেন ইমরাউল রাফাত। এবার একই নামে বানালেন সিনেমা।
নির্মাতা জানিয়েছেন, চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে। এরপর দর্শকের আগ্রহ বিবেচনায় অন্যান্য জায়গায় প্রদর্শনীর আয়োজন করবেন তারা। এ ছাড়া হলে মুক্তির মাস খানেকের মধ্যে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
এএম/এসজি