ফুটবল খেলবেন তারকারা

স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দামাল’। আগামী ২৮ অক্টোবর রাজধানীসহ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটির মুক্তি উপলক্ষে অভিনব পদ্ধতিতে চলছে এর প্রচারণা। সেই ধারাবাহিকতায় এবার দামাল সিনেমার কলাকুশলীরা বাংলাদেশের জনপ্রিয় তারকাদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করেছে।
টিম দামালের আমন্ত্রণে শনিবার (২২ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় একসঙ্গে ফুটবল ম্যাচ খেলবেন দেশের মিডিয়া অঙ্গনের একঝাঁক তারকা ও বসুন্ধরা কিংস ক্লাবের তারকা ফুটবলাররা। বিষয়টি জানিয়েছেন সিনেমায় অভিনয় করা জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।
তারকাদের ফুটবল খেলায় অংশ নেবেন সিয়াম আহমেদ, জাহিদ হাসান, মীর সাব্বির, শরিফুল রাজ, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপূণ, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌসসহ একঝাঁক তারকা।
রায়হার রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত প্রমুখ।
এএম/এসজি
