রুপালি পর্দায় নতুন মীম
পুরো নাম আজিজুন মীম। কাজ করেন থিয়েটারে। ভালো একজন অভিনেত্রী হয়ে সবার হৃদয়ে এক চিলতে জায়গা করাই তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে ইতোমধ্যেই একধাপ এগিয়েও গিয়েছেন তিনি। এবার নবাগতা এই মীমের অভিষেক হতে যাচ্ছে রুপালি পর্দায়।
মীম অভিনীত প্রথম সিনেমার নাম ‘জীবন পাখি’। এটি পরিচালনা করেছেন নির্মাতা আসাদ সরকার। হতাশাগ্রস্ত তরুণ-তরুণীদের আত্মহত্যা বিরোধী গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হয়েছে।
২ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিনেমাটির প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছিল। ১০ সেপ্টেম্বর একযোগে দেশের ৬৪ জেলাতে নিজস্ব উদ্যোগে সিনেমাটি দেখানোও হয়েছে।
এবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘জীবন পাখি’। শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীসহ দেশের ছয়টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে।
সিনেমা হলগুলো হলো— ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), রূপকথা (শেরপুর)।
ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে আজিজুন মীম বলেন, ‘প্রথমবারের মত নিজেকে বড় পর্দায় দেখতে যাচ্ছি। দারুণ উচ্ছ্বসিত আমি। সাথে কিছুটা ভয়ও কাজ করছে। তবে এইটুকু নিশ্চিত দিয়ে বলতে পারি সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না। সবাইকে সদলবলে হলে এসে ‘জীবন পাখি’ দেখার আমন্ত্রণ রইল। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’
মীম ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— আজাদ আবুল কালাম, মোহনা মীম, সুজন হাবীব, ফাতেমা তুজ জোহরা, আব্দুল আজিজ, আবু হেনা রনি প্রমুখ।
এএম/আরএ/