সিনেমায় জুটি বাঁধছেন নিরব ও সুনেরা

জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরবের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল।
ক্যারিয়ারের প্রথম সিনেমায় একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা। সরকারি অনুদান পাওয়া এ সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাজাহান খানের গল্পে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
ইতোমধ্যেই সিনেমায় কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও সুনেরা।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকাপ্রকাশ-কে নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার ভীষণ দুর্বলতা রয়েছে। এমন একটি গল্পে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত। আর সুনেরার ন’ডরাই সিনেমাটি দেখেছি সে খুব ভালো অভিনয় করেছে। আমার বিশ্বাস আমাদের এই নতুন জুটি দর্শক পছন্দ করবে।'
এএম/এমএমএ/
